কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন ভারতীয় সমর্থকদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন বলে জানিয়েছেন টাইগার রবি। যদিও কানপুর পুলিশ অভিযোগ অস্বীকার করেছে।
জানা গেছে, ম্যাচ দেখতে মেডিকেল ভিসায় ভারতে গিয়েছিলেন টাইগার রবি। দেশটির গণমাধ্যমের দাবি, আগামী কয়েক বছরের মধ্যে এই ক্রিকেট ভক্তের ভারতে প্রবেশ নিষিদ্ধ হতে পারে।
কানপুর টেস্টের প্রথম দিনে ফিল্ডিং করেই সামনে আসেন টাইগার রবি। টাইগার রবি জানান, সেদিন ভারতীয় দর্শকদের সঙ্গে লড়াইয়ে আহত হন তিনি। তবে, কানপুর পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে এবং মিডিয়াকে বলেছে যে অনুষ্ঠানস্থলে কিছু দর্শকের সাথে তার তর্ক হয়েছিল, যা পরে মারামারির দিকে নিয়ে যায়। তিনি পাঁজর ও পিঠের নিচের অংশে আঘাত পান।
অন্যদিকে, স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেও রবির দাবির সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন কানপুরের কল্যাণপুর এলাকার এসিপি অভিষেক পান্ডে।
তিনি বলেন, শত্রুতার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। একজন ভক্তও তাকে মারেননি। পুলিশ ও একটি মেডিকেল সাপোর্ট টিম তাকে জরুরি চিকিৎসা দিয়ে হাসপাতালে নিয়ে যায়। সে আগের চেয়ে ভালো বোধ করছে।
এর আগে চেন্নাই টেস্টে হেনস্থার অভিযোগও করেছিলেন টাইগার রবি। দলীয় সূত্রে জানা গেছে, তার আচরণ সফররত বাংলাদেশ দলকে বিব্রত করেছে। এর মধ্যেই তাকে ভারত ছাড়তে হবে। গত শুক্রবার রবিকে হাসপাতালে ভর্তি করা হয়।
সেখান থেকে ছাড়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ইতিমধ্যেই তাকে দিল্লিতে পাঠানো হয়েছে। সেখান থেকে আজ তিনি ঢাকায় ফিরবেন। প্রত্যাবাসন ছাড়াও রবিকে ভারতে পুনরায় প্রবেশে বাধা দেওয়া হতে পারে।
তবে গত শুক্রবার রাতে ঘটনাটি সত্য বলে দাবি করে ফেসবুকে পোস্ট দেন এই ক্রিকেট ভক্ত। সেখানে তিনি বাংলাদেশের সাংবাদিক ও গণমাধ্যমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
মূলত, রবি দাবি করেছেন, মিডিয়া তার কথাকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছে। তাছাড়া টাইগার রবিকে ক্রিকেট মাঠে দেখা যাবে না বলেও উল্লেখ করেন তিনি।
Leave a Reply