আসন্ন শারদীয় দুর্গাপূজায় বিএনপি নেতাকর্মীদের পাহারাদার হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।
বুধবার, ১৮ রাত ৯টায় মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতনের মাঠে সেপ্টেম্বর ইটনা উপজেলার মৃগা, ধনপুর, ইউনিয়নের বিএনপি নেতাদের সাথে নিয়ে কর্মী সমাবেশ শেষে ইটনা উপজেলা সদর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে তিনি এ আহ্বান জানান।
ইটনা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ ছালেকের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল, সহ সভাপতি মো. মনির উদ্দিন, ইটনা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান, ইটনা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার বেপারি, ইটনা সদর দুই নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলী মিয়া প্রমুখ।
উল্লেখ্য, তিনি অষ্টগ্রাম, মিঠামইন, ইটনা উপজেলার ২৪টি ইউনিয়নের নেতাদের সাথে ধারাবাহিক ভাবে কর্মী সমাবেশ করে যাচ্ছেন ও মাঠ পর্যায়ে নেতাদের খোঁজ খবর নিচ্ছেন। মুক্ত পরিবেশে প্রাণ প্রিয় নেতাকে কাছে পেয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীগণ আবেগে আপ্লুত হয়ে পড়েন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অ্যাডভোকেট ফজলুর রহমানের পাশে থেকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কথা ব্যক্ত করেন স্থানীয় নেতাকর্মীগণ।
কর্মী সমাবেশ পরিচালনা করেন ইটনা উপজেলা ছাত্রদলের সভাপতি আজাদুর রহমান সুজন।
Leave a Reply