“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এ স্লোগানকে ধারন করে কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, আত্মহত্যার প্রবণতা রোধ, সাইবার ক্রাইম, অনলাইন জুয়া, জালনোটের বিস্তার, গবাদি পশু চুরি, মারামারি, সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা, সড়ক ও রেল দুর্ঘটনা রোধকল্পে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ১৪সেপ্টেম্বর বিকালে কুলিয়ারচর থানার ৪নং বিট এর আয়োজনে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের বড়চারা বাজারে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
এবসময় কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভেকেট মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান।
৪নং বিটের দায়িত্বরত অফিসার কুলিয়ারচর থানার এসআই শুভ আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি, জেলা বিএনপি’র সদস্য ও গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন খান শাহজাহান, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. মহসিন রানা বাদল, সাধারণ সম্পাদক হাফেজ মো. মাসুদ আহমেদ, ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক মো. শামসু মিয়া ও ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম (এলেম)।
Leave a Reply