
শেরপুরে, ক্লিন আপ শেরপুর ও রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন ও ছাত্র ছাত্রীদের উদ্যোগে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়ে শেরপুর জেলা কারাগারে।
মঙ্গলবার, ১৩ অগাস্ট প্রায় তিন ঘন্টা ধরে শতাধিক ভলেন্টিয়ার ও ছাত্রছাত্রীরা কারাগারে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
উল্লেখ্য, গত ৫ অগাস্ট ছাত্র অভ্যুত্থানে হামলা লুটপাট অগ্নি সংযোগ করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষয়ক্ষতি করে উত্তেজিত জনতা।
ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে শেরপুর জেলা কারাগার, শেরপুর সদর থানা, শেরপুর জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড, নির্বাচন অফিস। এসব প্রতিষ্ঠান অগ্নিসংযোগ ও ভাঙচুরে ব্যাপক ক্ষতি সাধিত হয়।
জেলা শেরপুর জেলা কারাগারে গিয়ে দেখা যায়, দাপ্তরিক সকল নথিপত্র, আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও ফ্যান লাইট রুমের সব কিছুই ধ্বংস হয়ে গেছে।
এই সকল ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানে সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে আসছেন।
এসময় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া সামাদ জালিয়া, ক্লিন আপ বাংলাদেশের ভাইস চেয়ারম্যান আল আমিন রাজু, রক্তচরণী শেরপুরের সভাপতি মেহেদী হাসান শামীম, ডিনাক্সের ফোর সদর উপজেলার সমন্বয়ক আশরাফুল ইসলাম, রকিব আহমেদ অন্তর, মো. শহিদুল ইসলাম প্রমুখ।
Leave a Reply