ভরবো মাছে মোদের দেশ, গরবো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কিশোরগঞ্জ জেলার ইটনায় র্যালি, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ৩১ জুলাই সকালে এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারিকুল আলম, উপজেলা কৃষি অফিসার উজ্জল সাহা, ইটনা থানার অফিসার ইনচার্জ জাকির রব্বানি, ইটনা উপজেলা প্রকল্প বাস্তাবয়ন কর্মকর্তা জাবেদ পাঠান, ইটনা উপজেলা একাডেমিক সুপার ভাইজার সিরাজুল ইসলাম, ইটনা উপজেলা আনসার ভিডিপি অফিসার মনিরুজ্জামানসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয় মৎস্যজীবি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক পদক্ষিণ করার পর ইটনা উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, ইটনা উপজেলা মৎস্য অফিসার রাজীব চন্দ্র দাস। বক্তব্য রাখেন ইটনা উপজেলা ভাইস চেয়ারম্যান শওকত হোসেন মীর, ইটনা উপজেলার মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর প্রমূখ। বক্তাগণ জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে সফল মৎস্যজীবিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
Leave a Reply