“অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যাবহার করি,সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি” স্লোগানে কিশোরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ১১ জুলাই সকালে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ জসিম উদ্দিন ভূইয়া’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি পরিচালক নাজমুল আনোয়ার অপু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা:মো:সাইফুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ।
সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি পরিচালক (সি.সি) ডা:হোসনা বেগম।
সভায় পুরস্কার প্রাপ্তদের মাঝে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন।
আলোচনাসভা শেষে পুরস্কার প্রাপ্তদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,কর্মচারী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply