লুৎফুল আরেফিন গোলাপ
জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক লুৎফুল আরেফিন গোলাপের (৬৮) দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার, ১ জুন বাদ আছর নিজগ্রাম শহরের মারিয়া বাগে মুসাফির জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে মসজিদসংলগ্ন গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার, ৩১ মে দিবাগত রাতে ঢাকাস্থ নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল (ইন্নাল্লিাহি…রাজিউন) করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপিসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠণের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করেছে।
প্রমোদ চক্রবর্তী
কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সিনিয়র তবলা বাদকশিল্পী প্রমোদ চক্রবর্তী ওরফে নলু’র (৬৭) দাহ সম্পন্ন হয়েছে।
শনিবার, ১ জুন বিকেলে শহরের বত্রিশ আমলিতলা শ্মশানঘাটে তাঁকে লাশ দাহ করা হয়।
শনিবার ভোরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জেলার সঙ্গীতাঙ্গণসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে জেলার সঙ্গীতাঙ্গণসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply