আগামিকাল বুধবার, ৮ মে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন।
মঙ্গলবার, ৭ এপ্রিল সকাল থেকে কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট পেপার ও নির্বাচনী মালামাল হস্তান্তর করা হয়েছে বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান।
সহকারী রিটার্নিং কর্মকর্তা বলেন, মোট ৮৪টি কেন্দ্রে ৫৮৮টি বুথে ভোটগ্রহণ হবে। প্রতি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং এবং প্রতি বুথে একজন করে সহকারী প্রিজাইডিং এবং দুইজন করে পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট দেবেন ২ লাখ ২৪ হাজার ৬৬৯ জন ভোটার।
নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন নির্বিঘ্ন করতে পুলিশ, বিজিবি, র্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও ভ্রাম্যমান আদালত নির্বাচনী এলাকায় মোতায়েন করা হয়েছে।
Leave a Reply