কিশোরগঞ্জে সাইবার ক্রাইম বিরোধী অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফোনের IMEI পরিবর্তনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার মো. রুহুল আমিন (৩৫) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার পাঁচদড়িল্লা এলাকার আ. জলিলের ছেলে।
সোমবার, ২২ এপ্রিল বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকার আ. সামাদ প্লাজার নিচ তলার মেসার্স জেএফ টেলিকম থেকে একটি ডেস্কটপ কমিউটার, একটি মনিটর ও IMEI পরিবর্তনের কাজে ব্যবহৃত তিনটি ডিভাইসসহ গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিডিচ্যানেল ফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।
গ্রেফতার আসামির বিরুদ্ধে ১৮৬০ সালের পেনালকোড আইনের ৪১৩ ধারা তৎসহ সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২২ ধারায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে।
Leave a Reply