আগামী শনিবার, ২৩ মার্চ সকাল ১০ টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হল রুমে মহান মুক্তিযুদ্ধে প্রগতিশীল শক্তির অবদান শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেছে গণতন্ত্রী পার্টি।
বৃহস্পতিবার, ২১ মার্চ সন্ধ্যায় এক যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা :শহীদুল্লাহ সিকদার ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন গণমাধ্যমকে এ তথ্য জানান।
গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন বলেন,ঢাকায় মহান মুক্তিযুদ্ধে প্রগতিশীল শক্তির অবদান শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হল রুমে শনিবার, ২৩ মার্চ সকাল ১০ টায়। এ বিষয়ে গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটি সার্বিক প্রস্তুতি নিয়েছে। আলোচনা সভায় উপস্থিত থাকার কথা রয়েছে, ১৪ দলের সমন্বয়ক বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা আমির হোসেন আমু, এম.পি,বাংলাদেশের ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এম.পি,জাসদ সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মন্জুরুল আহসান খান,বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক উপচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক,বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপচার্য ও বি.এম.এ’র সাবেক সভাপতি বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা:রশিদ -ই-মাহবুব প্রমুখের।
গণতন্ত্রী পার্টির সকল পযার্য়ের নেতাকর্মীকে যথাসময়ে আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে পার্টির প্রেস বিজ্ঞপ্তিতে।
Leave a Reply