অল্প সময়ের পথচলায় সময়ের আলো সংবাদ পরিবেশনে প্রশংসা কুড়িয়েছে। নেতিবাচক সংবাদের পাশাপাশি ইতিবাচক সংবাদ প্রচারের মাধ্যমে পাঠকের মনে জায়গা করে নিয়েছে। সমাজের অসংগতিসহ সাদাকে সাদা, কালোকে কালো বলার মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় দৈনিক সময়ের আলো এগিয়ে যাবে। আমি এ পত্রিকার সাফল্য কামনা করি। দৈনিক সময়ের আলোর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ও কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহি কর্মকর্তা জুয়েল আহমেদ এসব কথা বলেন।
২ মার্চ, শনিবার বিকেলে ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে সময়ের আলোর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এইচ এম জোবায়ের হোসেনর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ত্রিশাল থানা উপ-পুলিশ পরিদর্শক বিকাশ চন্দ্র রায়, দৈনিক স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি ইমরান হাসান বুলবুল, দেশ রুপান্তর প্রতিনিধি আতিকুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সময়ের আলো প্রতিনিধি হুমায়ুন কবীর।
এসময় উপস্থিত ছিলেন, লাখো কন্ঠ পত্রিকার প্রতিনিধি আহসান হাবীব, আজকের পত্রিকা প্রতিনিধি সাইফুল আলম তুহিন, গনমুক্তি প্রতিনিধি এস এম মাসুদ রানা, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি জিম্মানুল আনোয়ার, দৈনিক সংগ্রাম পত্রিকার ত্রিশাল প্রতিনিধি মোঃ মনির হোসেন, নয়া শতাব্দী প্রতিনিধি রাকিবুল হাসান সুমন, কালবেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল ফাহাদ প্রমূখ।
আলোচনা শেষে দৈনিক সময়ের আলোর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেককেটে সামনের দিনে সময়ের আলো পত্রিকা আরও এগিয়ে যাবে এ সাফল্য কামনা করেন অতিথিরা।
Leave a Reply