দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ শহরে ইসরায়েলি বর্বর হামলায় ১শ’ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।আহত আরো কয়েশ’। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশী।
সোমবার, ১২ ফেব্রুয়ারি সকালে ফিলিস্তিনি সরকারী বার্তা সংস্থা ওয়াফা এ খবর দিয়েছে। এলাকাটি মিশরের সাথে গাজার সীমান্তে অবস্থিত, যেখানে ইসরায়েল হামলার আগে বেসামরিক ফিলিস্তিনিদের সরে যেতে বলেছিল। যদিও যুদ্ধের নিয়মানুসারে বেসামরিক অঞ্চলকে নিরাপদ অঞ্চল বলে বিবেচনা করা হয়।
রবিবার ইসরায়েলি সেনাবাহিনী রাফাহ শহরে স্থল অভিযানের পরিকল্পনা অনুমোদন করেছিল। ৭ অক্টোবর থেকে ইসরায়েল ছিটমহলের বাকি অংশে নির্বাচার আক্রমন করায় ফিলিস্তিনিরা রাফাতে আশ্রয় নিয়েছিল।
ইসরায়েলি বোমা হামলায় ২৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে হাজার হাজার বাড়িঘর মাটির সঙ্গে মিশে যায়। ইসরায়েলি আক্রমনে গাজায় মানবিক বির্যয় সৃষ্টি হয় এবং খাদ্য, ওষুধ এবং প্রয়োজনীয় জিনিসপত্রের অভাব দেখা দেয়।
আনাদোলু নিউজ এজেন্সি থেকে অনুদিত
Leave a Reply