1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন

ত্রিশালে টিআর প্রক‌ল্পের আওতায় মস‌জিদ ও কবরস্থান সংস্কা‌রের কাজ না করেই টাকা আত্মসাতের অ‌ভি‌যোগ

মো. মনির হোসেন, স্টাফ রিপোর্রটার, ত্রিশাল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ‌ত্রিশাল উপ‌জেলার মঠবাড়ী ইউ‌নিয়‌নের টিআর প্রক‌ল্পের আওতায় মস‌জিদ ও কবরস্থান সংস্কা‌রের কাজ না ক‌রেই টাকা আত্মসা‌তের অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে।

অ‌ভি‌যো‌গে জানা‌গে‌ছে, উপ‌জেলার মঠবাড়ী ইউ‌নিয়‌নের অলহ‌রি দূর্গাপুর মধ্যপাড়া কবরস্থা‌নের মা‌টি ভরাট ও সংস্কার প্রক‌ল্পে ২লাখ ৫০ হাজার টাকা বরাদ্ধ দেওয়া হয়।

স্থানীয় নজরুল ইসলাম জানান আমরা এলাকাবাসীর কাছ থেকে চাঁদা তুলে কবরস্থা‌নের মা‌টি ভরাট করেছি সরকারি কোন বরাদ্ধ পাইনি।

৩ নং ওয়া‌র্ডের ই‌উ‌পি সদস্য শ‌ফিকুল ইসলাম ব‌লেন, ২লাখ ৫০ হাজার টাকা বরাদ্ধ পেয়েছি এই টাকার কাজ করছি।

অপর‌দি‌কে অলহ‌রি দূর্গাপুর কেন্দ্রীয় জা‌মে মস‌জিদ সংস্কা‌রের জন্য ‌টিআর প্রক‌ল্পের ২লাখ ৫০ হাজার টাকা বরাদ্ধ দেওয়া হয়। বরাদ্ধকৃত টাকার কোন কাজ না ক‌রেই টাকা আত্মসা‌তের অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে। 

মস‌জিদ ক‌মি‌টির সভাপ‌তি তাজুল ইসলাম জানান, সরকারী বরা‌দ্ধের বিষ‌য়ে আমার জানা‌ নেই। মস‌জি‌দের ইমাম জানান শুক্রবার জুম্মার দিন স্থানীয় ইউপি সদস্য আকরাম হোসেন আমাদের জানান মসজিদের রাস্তার সামনের জন্য ৫০ হাজার টাকা বরা‌দ্ধ পেয়েছি এই টাকা দিয়ে মসজিদের উন্নয়ন কাজ করা হবে।

স্থানীয় মুসল্লীরা জানান আমরা নিজেরা চাঁদা দিয়ে মসজিদের বাউন্ডারি ও গেটের কাজ করেছি, সরকারি কোন অনুদান পাইনি।

৫নং ওয়া‌র্ডের ইউ‌পি সদস্য আকরাম হো‌সেন ব‌লেন    বরা‌দ্ধকৃত ২ লাখ ৫০ হাজার টাকা দিয়ে বাউন্ডারি ও গেটের কাজ করেছি।

এ‌বিষ‌য়ে মঠবাড়ী ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ড‌লের কা‌ছে মোবাই‌লে জান‌তে চাই‌লে তি‌নি     ব‌লেন, আমি অসুস্থ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ‌মোহাম্মদ শহীদ উল্লাহর কা‌ছে দায়িত্ব দিয়েছি।

‌ত্রিশাল উপ‌জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ‌মোহাম্মদ শহীদ উল্লাহর কা‌ছে টাকা আত্মসা‌তের বিষ‌য়ে মোবাইল ফো‌নে জান‌তে চাই‌লে তি‌নি ব‌লেন প্রকল্পের বরা‌দ্ধ নিয়েছে কাজ করে আরও কিছু টাকা বাকি আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং