কিশোরগঞ্জ শহরে অভিযান চালিয়ে ১৭ বোতল বিদেশী মদসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার দুইজনের মধ্যে লিমন সাহা (৪২) নিকলী উপজেলার দামপাড়া এলাকার বিমল সাহার ছেলে ও শহরের ইউনিভারসেল সিনেমা হল রোড, বত্রিশ, অজয় দাসের বাসার ভাড়াটিয়া ও সজিব রায় (৪২) একই এলাকার মৃত সন্তোষ রায়ের ছেলে।
সোমবার, ১০ ফেব্রুয়ারি রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের শহরের বত্রিশ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেল ফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) জুয়েল চাকমা।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
Leave a Reply