কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সিএনজি ও অটোরিকশার সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন।
শুক্রবার, ৩১ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাকুন্দিয়া টু গাজীপুর আঞ্চলিক মহাসড়কের বরাটিয়া চৌরাস্তা বাজার থেকে দুইশ ফুট দূরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহানা আক্তার (৩৫) উপজেলার বরাটিয়া গ্রামের মাসুদ মিয়ার স্ত্রী।
ঘটনাস্থলে গিয়ে জানতে চাইলে নিহত নারীর শশুর রইছ উদ্দিন জানান তার পুত্র মাসুদ মিয়ার স্ত্রী আজ সকালে টোক শাহী মসজিদে জুমার নামাজ পড়তে বাড়ি থেকে বের হন। রাস্তায় পৌঁছালে পাকুন্দিয়া থেকে মির্জাপুরগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে অটোর বডিতে আটকে গেলে শাহানা আক্তারকে অটোরিকশাটি বেশ কিছু পথ টেনে হিঁচড়ে নিয়ে। তবুও চালক অটো না থামিয়ে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে গিয়ে মোমতাজ উদ্দিনের টিনের ঘরে ধাক্কা মেরে গাড়ি ব্রেক করে। অন্যদিকে ঢাকা থেকে আগত সিএনজিটি অটোরিকশাটি বেপরোয়া গতি থেকে যাত্রিদের জীবন বাঁচাতে রাস্তার পাশে রাখা বালুতে গিয়ে গাড়ি ব্রেক করে। এতে সিএনজি একটি গাছে ধাক্কা লাগে। সিএনজিতে থাকা বেশ কয়েকজন যাত্রি আহত হন।
এদিকে মারাত্মক আহত শাহানা আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই অটো চালক পালিয়ে যান।
প্রতিনিধিকে পাকুন্দিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply