“তোমার ডাকে জেগেছে বাংলাদেশ, জেগেছে ছাত্র জনতা, দিয়েছো তুমি স্বাধীন এই ভূমি, লাল সবুজের পতাকা। ”এই স্লোগানকে সামনে রেখে ইটনা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার, ১ জানুয়ারি সকাল ১১ টায় ইটনা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের রাস্তা থেকে ইটনা উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল ও ইটনা কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার পর ইটনা সরকারি মহাবিদ্যালয়ের মাঠে এসে এক সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন, ইটনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন, সদস্য সচিব ইফতেখারুল আলম সুমন, ইটনা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম অপু, সদস্য সচিব মোঃ রকিব মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ এপল, উপজেলা ছাত্রদল নেতা মোঃ রোমান মিয়া, ডালিম মিয়া, সমন্বয়ক রাসেল, আলমগীর, ইটনা সদর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. দিদার আলম খাঁ প্রমুখ।
Leave a Reply