1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন

জুলাই বিপ্লব’ বিষয়ে রচনা প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে জুলাই বিপ্লব বিষয়ে আয়োজিত রচনা প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর দুপুরে উপজেলা হলরুমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান,উপজেলা কৃষি কর্মকর্তা  কৃষিবিদ একেএম শাহজাহান কবির,হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস,সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক এবিএম সিদ্দিক চঞ্চল,নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ উসমান গনি,মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান,হোসেনপুর স্টুডেন্টস ফোরামের উপদেষ্টা লুৎফর রহমান আরিফ, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়েন প্রধান শিক্ষক কাজী আসমা বেগম,হোগলাকান্দি স্কুলের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান প্রমুখ

জানা যায়, ‘হোসেনপুর স্টুডেন্টস ফোরাম’ নামের একটি সংগঠনের উদ্যোগে ‘জুলাই বিপ্লব’ বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়অ। এতে হোসেনপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। এদের মধ্যে থেকে ১৮ জনকে বিশেষ পুরস্কার দেয়া হয়।

আয়োজকরা জানান,এই রচনা প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে ২৪-এর জুলাই আন্দোলনের তাৎপর্য তুলে ধরা এবং দেশপ্রেমে তাদের উদ্বুদ্ধ করা। রচনা প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা প্রকাশ করার সুযোগ পেয়েছে এবং জাতীয় ইতিহাস সম্পর্কে আরও গভীর জ্ঞান অর্জন করেছে। হোসেনপুর স্টুডেন্টস ফোরাম সংগঠনের এমন কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করার মাধ্যমে নতুন প্রজন্মকে দেশের প্রতি আরও দায়িত্বশীল করে তোলাই আমাদের লক্ষ্য। 

রচনা প্রতিযোগিতাটি হয়েছিলো তিনটি বিভাগে ক বিভাগে ছিলো ৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা। খ বিভাগে ছিলো ৯ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী ও গ বিভাগে ছিলো একাদশ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। ক বিভাগ প্রথম পুরস্কার লাভ করেন আ.আজিজ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী নাজমুল হাসান রাফসান। খ বিভাগে ১ম পুরস্কার লাভ করেন হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী সানজিদা ইসলাম। গ বিভাগে পুরস্কার লাভ করেন হোসেনপুর মডেল পাইলট স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী জিয়াউল হক রানা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং