নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ছাবিকুল ইসলাম হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১ সিপিএসসি গাজীপুর ক্যাম্প ও র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল।
গ্রেফতার আমান উল্লাহ (২৭) নেত্রকোনা উপজেলার পাহাড়পুর এলাকার রতন মিয়ার ছেলে।
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর সন্ধ্যা ৫টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাধখোল এলাকার আর,জি,আর সোয়েটার লি. গার্মেন্টস এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেল ফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. আব্দুল হাই চৌধুরী।
তিনি আরো জানান, গত ২৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে এজাহারে উল্লেখিত ৬ নং আসামি মো. আমান উল্লাহ(২৭)সহ এজাহারনামীয় অপরাপর আসামিগণ পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে একই উদ্দেশ্যে বেআইনি জনতাবদ্ধে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কেন্দুয়ােউপজেলার পাহাড়পুর গ্রামের ঈদগাহ মাঠ সংলগ্ন রাস্তার উপর ভিকটিম ছাবিকুল ইসলাম(৩৫) ও শরীফ উল্লাহ (৩০)’র উপর অতর্কিত আক্রমন করে তাদের গুরুতর জখম করে। পরবর্তীতে ঢাকায় বি, এন, কে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকাল অনুমান ৯টার দিকে ভিকটিম ছাবিকুল ইসলাম মারা যান।
এ ঘটনায় নিহতের মা মোছা পারভিন(৫৫) বাদি হয়ে কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলা দায়েরের পর থেকে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং মামলার ৬ নং আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতার আসামিকে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply