
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশ গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান চালিয়ে চুরি ও ডাকাতি মামলার ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার, ১৩ নভেম্বর গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়। বিষয়টি বিডিচ্যানেল ফোরকে নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান।
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের হোসেন আলীর পুত্র নয়ন মিয়া ওরফে রঙ্গু (৪০) কে আঠারবাড়ি সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চুরির মামলাসহ আরো আটটি মামলা রয়েছে। এছাড়াও এসআই আশরাফ আলীর নেতৃত্বে ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর এলাকায় অভিযান চালিয়ে বাবুল মিয়ার পুত্র ইয়াছিন ইকবাল (২৪) কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধেও চুরি মামলাসহ আরো সাতটি মামলা রয়েছে।
অপরদিকে এসআই আনোয়ার হোসেন ও এএসআই লিটন হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি উপজেলার জাটিয়া ইউনিয়নের পানান গ্রামের মৃত আবুল কাসেমের পুত্র মাসুদ মিয়া (২৬) কে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানান, পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে চুরি মামলায় দুইজন ও ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত এক আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply