কিশোরগঞ্জের পাকুন্দিয়া নিত্যপণ্যের মূল্য সহনশীল রাখতে,মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, মূল্য তালিকা না টানানো, না ট্রেড লাইসেন্স ও ডিলিং লাইসেন্স না থাকা, অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে পাকুন্দিয়া পৌর বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে যৌথ বাহিনীর বাজার মনিটরিং টিম।
বৃহস্পতিবার ৭ শে নভেম্বর দুপুরে পাকুন্দিয়া পৌর সদর বাজারের বিভিন্ন মুদি, মনোহারী দোকান ও কনফেকশনারী স্টোরে এই অভিযান চালানো হয়। যৌথ বাহিনীর বাজার মনিটরিং কার্যক্রমে সংযুক্ত ছিলেন করেন কিশোরগঞ্জ কালেক্টরেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক, বাজার পরিদর্শক শিখা বেগম, পাকুন্দিয়া-কটিয়াদী আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ইউসুফ , পাকুন্দিয়া স্যানেটারী ইন্সপেক্টর মোছা. লুৎফুন্নাহার।
Leave a Reply