এবার গ্রেফতার হলেন হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। মঙ্গলবার, ২২ অক্টোবর গভীর রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ব্যাস্টিার সুমনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ডিউটি অফিসার মাহমুদুন নবী। তিনি জানান, মঙ্গলবার গভীর রাতে ব্যারিস্টার সুমনকে মিরপুর থেকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, মিরপুর থানায় কোন হাজতখানা না থাকায় তাকে গ্রেফতারের পর রাজধানীর পল্লবী থানায় রাখা হয়েছে।
এদিকে মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ব্যারিস্টার সুমনকে ফাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে হাজির করে তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। পরে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এসময় ব্যারিস্টার সুমন আইনজীবীদের উদ্দেশ্যে উদ্দেশ্যে বলেন, আমাকে ক্ষমা করে দিবেন আপনারা। আমি সরি, খুব সরি স্যার!
ব্যারিস্টার সুমন ২০২৪ সালের নির্বাচনে হবিগঞ্জ-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হয়েছিলেন।
Leave a Reply