কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় প্রবাসী চাচার স্ত্রীকে নিয়ে ভাতিজার উধাও হওয়ার ঘটনা ঘটেছে। প্রবাসী চাচার স্ত্রী ভাতিজার সাথে পালানোর সময় সঙ্গে নিয়ে গেছেন নগদ টাকাসহ চাচার দেয়া স্বর্ণালংকার। এ ঘটনায় পুরো উপজেলায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সম্প্রতি পাকুন্দিয়া পৌর এলাকার সৈয়দগাও পূর্ব পাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় প্রবাসীর ভাই পাকুন্দিয়া থানায় একটি অভিযোগ করেছেন।
জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিনবছর পূর্বে হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী নামাপাড়া গ্রামের মকবুল হোসেনের মেয়ে সবিতা আক্তার সঙ্গে পাকুন্দিয়া পৌর সভা সৈয়দগাও পূর্বপাড়া মৃত হোসেন আলী ছেলে মুকুল মিয়া বিয়ে হয়। বিয়ের পরেই মধ্যপ্রাচ্য চলে যান স্বামী মুকুল মিয়া। এরই সুবাদে একই গ্রামের মো. জাকির মিয়ার ছেলে ভাতিজা সাকিলের (২০) সঙ্গে ‘অনৈতিক’ সম্পর্ক গড়ে তোলেন স্ত্রী সবিতা আক্তার।
গত বুধবার, ১২ জুন গভীর রাতে ভাতিজা সাকিলের হাত ধরেই ঘর ছাড়েন সবিতা আক্তার। প্রবাসীর পক্ষে ছোট ভাই খায়রুল ইসলাম বাদী হয়ে এ বিষয়ে কুলাউড়া থানায় একটি জিডি করেন।
প্রবাসী মো. মুকুল মুঠোফোনে বলেন, প্রায় আড়াই লাখ নগদ টাকা ঘরে গচ্ছিত ছিল। বিয়ের স্বর্ণালংকারও ছিল। আমার স্ত্রী সব নিয়ে ভাতিজার সঙ্গে পালিয়েছে।
পাকুন্দিয়া থানা ওসি আসাদুজ্জামান টিটু পিপিএম বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করার পর আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
Leave a Reply