কিশোরগঞ্জে মা হয়েছে এক পাগলী কিন্তু বাবা হয়নি কেউ! বৃহস্পতিবার রাতে এমন দৃশ্য দেখা গেছে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে গিয়ে। তবে পাগলীর নাম ঠিকানা কেউ বলতে পারছে না।
স্থানীয় সূত্রে জানা যায়,গত ২৮ এপ্রিল দুপুরে মহিনন্দ নয়াপাড়ায় ইটখলার পাশে এক পাগলী মেয়ে প্রসব ব্যথায় কাতরাচ্ছিলেন।পরে এ অবস্থা দেখে স্থানীয় বাসীন্দা দুলেনা ও সেলিনা বেগমের মায়া হয়। তারা পাগলী মেয়েটাকে তাদের নিজের বাড়িতে নিয়ে আসে।পরে সেদিনই একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম দেন পাগলী মেয়েটা।
গত ৩ দিন যাবত দুলেনা ও সেলিনার ঘরেই আশ্রিত আছেন পাগলী মেয়ে ও তার ছেলে সন্তান।
স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মনসুর আলী কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফাকে বিষয়টি জানালে ওসি খবর পাওয়ার সাথে সাথে জেলার উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে বৃহস্পতিবার রাত ১০ টায় হাজির হন মহিনন্দ নয়াপাড়ায় পাগলী মা ও নবজাতকের অবস্থান করা বাড়িতে। সেখানে তিনি নবজাতকের জন্য উপহার সামগ্রী নিয়ে যান।পরে পাগলী মা ও তার নবজাতক সন্তানকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পুলিশের গাড়িতে করে নিয়ে যান। সেখানে ভর্তি করে সুচিকিৎসার ব্যবস্থা করেন ওসি গোলাম মোস্তফা। বর্তমানে পাগলী মেয়ে ও তার নবজাতক সন্তান কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।পুলিশ ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা মা ও শিশুটিকে হাসপাতালে পরিপূর্ণ স্বাস্থ্যসেবার ব্যবস্থা করেছেন।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা জানান,এ ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমরা সেখানে ছুটে যাই। সেখানে গিয়ে মা ও নবজাতক শিশুকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে মা ও নবজাতক শিশু সেখানেই চিকিৎসা নিচ্ছেন।জেলার উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পাগলী মা ও নবজাতক শিশুর ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
Leave a Reply