ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কিশোরগঞ্জ জেলার ১৩ টি উপজেলার মধ্যে চারটি উপজেলায় নির্বাচন হচ্ছে। উপজেলা চারটি হচ্ছে, করিমগঞ্জ, তাড়াইল,ইটনা,মিঠামইন।
বৃহস্পতিবার, ২ মে বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পর্যন্ত চার উপজেলায় মোট ৬২ জন প্রার্থী নির্বাচনে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচনের রিটার্নিং অফিসার কাজী মহুয়া মমতাজবিডিচ্যানেল ফোরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদের মধ্যে চেয়ারম্যান পদে ২১ জন ভাইস চেয়ারম্যান পদে ২১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০ জন রয়েছেন।
এর মধ্যে করিমগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
তাড়াইল উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন,ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
ইটনা উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন,ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
মিঠামইন উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
Leave a Reply