1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

স্বাধীনতা দিবসে মানবিকতায় কিশোরগঞ্জের গণ-ইফতার

নিজাম উদ্দীন।।
  • প্রকাশিত: বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

 

মহান স্বাধীনতা দিবসে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও রমজানের শিক্ষা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে,  সর্বস্তরে ইসলামি সংস্কৃতি ছড়িয়ে দিতে মানবিকাতায় কিশোরগঞ্জ যুব সংস্থার আয়োজনে গণ-ইফতার অনুষ্ঠিত হয়েছে।   

মঙ্গলবার, ২৬ মার্চ  গুরুদয়াল সরকারী কলেজের মুক্তমঞ্চে এই গণ-ইফতার অনুষ্ঠিত হয়।

মানবিকতায় কিশোরগঞ্জ যুব সংস্থার ব্যানারে অনুষ্ঠিত এ ইফতারে প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা। আসরের নামাজের পর থেকেই একে একে জড়ো হতে থাকেন ইফতারে অংশ নিতে আসা লোকজন।

এরপর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কুরআন তিলাওয়াত, হামদ-নাত ও ইসলামি বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পর্বের পর মাগরিবের আজান দিলে সবাই একসঙ্গে ইফতারি করেন।

গণ-ইফতারির অন্যতম আয়োজক মুরাদ আহমেদ বলেন, শহীদদের আত্মার মাগফেরাত ও রমজানের মাহাত্ম্য তুলে ধরতে এবং ইসলামে সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে আমাদের এ ইফতার কর্মসূচি। এতে প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেছেন।

রমজান মাস জুড়ে সারা শহরে অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করে ইতিমধ্যেইএই সংগঠনটি সকলের নজর কেড়েছে।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং