“হ্যাঁ! আমরা যক্ষা নির্মুল করতে পারি”এই প্রতিপাদ্যকে সামনে কিশোরগঞ্জের হোসেনপুরে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে।
রবিবার, ২৪ মার্চ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
র্যালিতে হাসপাতালের চিকিৎসক-নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকোর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. কায়সার আহমেদ, এমওডিসি ডা. দেবাঞ্জন পণ্ডিত।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা, নার্স, কর্মচারী ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply