1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৫ পূর্বাহ্ন

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় সাগর (২২) ও সাজেদুল ইসলাম (২১) নামে দুই যুবক নিহত হয়েছেন। এছাড়া একই ঘটনায় রাফাত ( ২০) ও আকাশ (১৯) নামে আরো দুই যুবক গুরুতর আহত হয়েছেন।

সোমবার, ১১মার্চ রাত ১০টার দিকে নান্দাইল টু দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের চাঁনপুর গ্রামের নবাবআলী ব্রিজ সংলগ্ন মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাগর নান্দাইল উপজেলার চাঁনপুর গ্রামের আলিম উদ্দিনের ছেলে এবং নিহত সাজেদুল ইসলাম উপজেলার শেরপুর গ্রামের শহর আলীর ছেলে। গত রাতে একটি মোটরসাইকেল যোগে এই চার যুবক নান্দাইল সদরের দিকে আসছিলেন। পথিমধ্যে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিক-আপ গাড়ির সাথে সজোরে ধাক্কা খায়। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা চারজন আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। কিন্তু অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্য সাগর ও সাজেদুল ইসলাম মৃত্যুবরণ করেন। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বিডিচ্যানেল ফোরকে বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং