1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ২৮ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, সভায় উপজেলাকে যানজট মুক্ত করতে মুক্তিযোদ্ধা মোড়ের চারপাশে কোন যানবাহন থাকবে না, যাত্রী উঠানামায় টিএন্ডটি রোডের সামনে অবস্থিত যাত্রী ছাউনির যথাযত ব্যবহার, সিএনজি, মাহিন্দ্রের সামনে ড্রাইভার ছাড়া অন্য কোন যাত্রী বসানো যাবে না, সিএনজি, মাহিন্দ্র অটোস্ট্যান্ড নির্ধারিত স্থানে স্থানান্তরিত করা, মহাসড়কের সাথে কাঁচা বাজারসহ অন্যান্য অবৈধ দোকানপাট উচ্ছেদ, পৌরসভার পক্ষ থেকে প্রচারণা চালানো সহ বেশকিছু জনগুরুত্বপূর্ণ সিদ্বান্ত গ্রহণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে এই সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপ-বিভাগীয় প্রকৌশলী সওজ বিজয় বসাক, ময়মনসিংহ বিআরটিএ এর মেকানিক্যাল এসিস্ট্যান্ড সাব্বির আহমেদ, উপজেলার সহকারী শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লোপা চৌধুরী,  উপজেলা প্রকৌশলী (এলজিইডি) তৌহিদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ, ঈশ্বরগঞ্জ থানার ওসি মাজেদুর রহমান, সার্জেন্ট মো. ওয়ারেস হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ শাখার আহবায়ক খাইরুল ইসলাম আল আমিন, যুগ্ম আহবায়ক উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রতন ভৌমিক, ময়মনসিংহ জেলা মটরযান শ্রমিক ইউনিয়ন ঈশ্বরগঞ্জ শাখার কার্যকরী সভাপতি আ. হেকিম, সাধারণ সম্পাদক মোস্তফা,  ময়মনসিংহ জেলা অটোটেম্পু সিএনজি ও মাহিন্দ্র শ্রমিক ইউনিয়ন ঈশ্বরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বাবু প্রমুখ। 

সভা শেষে ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স সকলকে সাথে নিয়ে মহাসড়ক পরিদর্শন করেন ও জানজট নিরসনে ছোট-বড় গাড়ি এবং অস্থায়ী দোকান মালিককে সর্তক করেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং