
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ৭ এপ্রিল বেলা ১২ টার দিকে ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলা ও হত্যার প্রতিবাদে সর্বস্তরের জনতার এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলটি পৌর এলাকার মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালিমা শাহাদাহ চত্ত্বরে এসে সংক্ষিপ্ত বক্তব্য শেষে শান্তিপূর্ণভাবে শেষ হয়। এ সময় হোসেনপুর উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং স্থানীয় সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply