
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডাক্তার শহিদুল্লাহ জাহানারা ফাউন্ডেশনেরেউদ্যোগে ১০০ দরিদ্র শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার, ৩ এপ্রিল সকালে উপজেলার বড় আজলদি গ্রামের নিজ বাড়িতে স্কুল,কলেজ,মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শতাধিক শিক্ষার্থীদের মাঝে বৃত্তির নগদ টাকা তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি, শহীদ মুহাম্মদ আজিজুল হক( আসাদ)।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য ও বতমান চেয়ারম্যানের স্ত্রী মোছা: আমেনা আনসারি, সদস্য মোছা: জেবা আফিয়া,সদস্য মো: আরিয়ান আজিজ। এতে বক্তব্য দেন যুগ্ম সচিব শহীদ মোহাম্মদ ছাইদুল হক (শাহীন), ফাউন্ডেশনের সদস্য মাহবুবল হক ( আদিল)সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ৬০ জন ছেলে ও ৪০ জন মেয়ে রয়েছেন। স্কুল পর্যায়ে ৭ জনের মধ্যে ২ জন ছেলে এবং ৫ জন মেয়ে রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ৮ জন শিক্ষার্থী, নার্সিং কলেজের ৩জন শিক্ষার্থী ,ডিপ্লোমা কলেজের ৩ জন এবং মাদ্রাসা শিক্ষার্থী ৫ জন। বাকিরা বিভিন্ন কলেজের এইচ এস সি পর্যায়ের শিক্ষার্থী।
ডাক্তার শহিদুল্লা-জাহানারা ফাউন্ডেশনের চেয়ারম্যান শহীদ মোহাম্মদ আজিজুল হক( আসাদ) বলেন,এ বছর স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা মিলিয়ে প্রায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে তিন লাখ চল্লিশ হাজার টাকা বৃত্তি দিয়েছি।বৃত্তিপ্রাপ্ত সবাই দরিদ্র পরিবারের সন্তান। আমি আশা করি এইসব শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে মানুষের মতো মানুষ হবে এবং সমাজের উন্নয়নে এগিয়ে আসবে।
Leave a Reply