
ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৯৮তম পবিত্র ঈদুল ফিতরের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে ঈদগাহ মাঠের প্রস্তুতি শেষ হয়েছে। জামাতে অংশ নিতে মুসল্লিদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা থাকছে।
শনিবার, ২৯ মার্চ কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা বলেন। এ সময় পুলিশ ও র্যাবের বিভিন্ন ইউনিট প্রধানসহ প্রশাসনের কর্মকর্তারা শোলাকিয়া ঈদগাহ মাঠে উপস্থিত ছিলেন।
আগামী ঈদুল ফিতরের দিন সকাল ১০টায় এই বৃহৎ জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জামাত আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়েছেন জেলা পুলিশ সুপার হাসান চৌধুরী।
শোলাকিয়া ঈদগাহ ময়দান পরিচালনা কমিটি জানিয়েছে, ঈদ জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে কাতারের দাগ কাটা, দেয়ালে রঙ করা, সিসি ক্যামেরা স্থাপন, মাইক ও আলোকসজ্জার কাজ প্রায় শেষ পর্যায়ে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে মুসল্লিদের জায়নামাজ ছাড়া অন্য কিছু সঙ্গে না আনার পরামর্শ দেওয়া হয়েছে। শোলাকিয়া মাঠে শান্তিপূর্ণভাবে ঈদ জামাত অনুষ্ঠিত করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান প্রতি বছর দেশের সবচেয়ে বড় ঈদ জামাত আয়োজনের ঐতিহ্য ধরে রেখেছে। এ বছরও লাখো মুসল্লির সমাগম প্রত্যাশা করা হচ্ছে।
Leave a Reply