কিশোরগঞ্জ-৫( নিকলী-বাজিতপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক দাপুটে এমপি আফজাল হোসেনকে মেহেরপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারীতে ছিলেন।
সোমবার, ২৪ মার্চ মধ্যরাতের পর মেহেরপুর শহরের একটি বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি টিম দুপুর তিনটার দিকে মেহেরপুর গিয়ে পৌঁছুছে। এরপর মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে আফজাল হোসেনকে কিশোরগঞ্জ জেলা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি দল সাবেক এমপি আফজালকে নিয়ে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে।
Leave a Reply