নারী ও শিশু ধর্ষণ অতিমাত্রায় বৃদ্ধিতে গভীর উদ্বেগ জানিয়েছেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সোমবার, ১০ মার্চ এক যৌথ বিবৃতি এ উদ্বেগ জানান, গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিষ্ট্রার মোহাম্মদ আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।
বিবৃতিতে তারা আরো জানান, গত ৮ মার্চ বিশ্বের সকল দেশেসহ বাংলাদেশেও আন্তর্জাতিক নারী দিবসে নারীর সম অধিকার এবং সম মর্যাদার দাবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এবং সিডও সনদ বাস্তবায়নক্রমে নারীর মানবাধিকার প্রতিষ্ঠার দাবি জোরদার হচ্ছে সেখানে নারী ও শিশু নির্যাতন, রাস্তাঘাটে নারীর নির্বিঘ্ন চলাচলে বাধা সৃষ্টি, চলন্ত বাসসহ নানা স্থানে সংঘবদ্ধ ধর্ষণ আজকে একটি নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। এসব প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতার প্রয়োজন তা দৃশ্যমান নয়। এই অবস্থায় দেশের নারী সমাজসহ সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং রাজনৈতিক দল সোচ্চার হয়েছে। যা ইতিবাচক।
বিবৃতিতে তারা আরো উল্লেখ করেন, আমরা গণতন্ত্রী পার্টির পক্ষে জোর দাবি করছি অবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর তৎপরতার মাধ্যমে নির্যাতিতার পক্ষে এবং ধর্ষকের বিরুদ্ধে আইনানুগ পন্থায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিচারের মুখোমুখি করার ব্যবস্থা গ্রহণ করুন। দেশে যাতে এ ধরণের ন্যাক্কারজনক ঘটনা ভবিষ্যতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ বিভাগ, চিকিৎসা বিভাগ এবং বিচার সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।
Leave a Reply