কিশোরগঞ্জে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে হামলার মামলায় এক সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার এ.বি.সিদ্দিক খোকা (৭০) কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের –জালুয়াপাড়া এলাকার সেকান্দার আলীর ছেলে ও চৌদ্দশত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
মঙ্গলবার, ৪ মার্চ রাত সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে শহরের বত্রিশ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) জুয়েল চাকমা।
গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply