1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবকে কুপিয়ে জখম 

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় মেহেদী হাসান সানি (২২) নামের এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে।

রবিবার, ২৩ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার বাহিদয়া এলাকায় এই ঘটনা ঘটে। তিনি একই গ্রামের কামরুল হাসানের ছেলে ও পাকুন্দিয়া সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী।  

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সানিকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। 

স্থানীয় সূত্র জানায়, বাহাদিয়া মধ্যপাড়া এলাকার মৃত তালেব হোসেনের ছেলে দুলাল (৩৫) প্রায়ই বিভিন্ন যায়গায় প্রকাশ্যে মাদক সেবন করে থাকে। রবিবার বিকেলে বাহাদিয়া সানিদের বাড়ির পাশে এসে মাদক সেবন করে। এসময় সানি বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয় দুলাল। এক পর্যায়ে তার হাতে থাকা চাকু দিয়ে সানিকে উপর্যুপরি আঘাত করে। 

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জানিয়েছেন, সানির অন্ডকোষসহ একাধিক জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে এবং অতিরিক্ত রক্ত বের হচ্ছে। আমরা সাধারণ চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। 

পাকুন্দিয়া থানার তদন্ত কর্মকর্তা মোবারক হোসেন জানান এই ঘটনায় কোনো অভিযোগ পাইনি। পেলে অবশ্যই অপরাধীকে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং