নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে সমাবেশ করেছে জেলা বিএনপি।
বুধবার, ১৯ ফেব্রুয়ারি বিকেলে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান বলেন,দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনপ্রতিনিধিদের হাতে তুলে দিতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন জনগণ মেনে নিবে না। তিনি আরও বলেন নির্বাচন বানচালের জন্য দেশি-বিদেশি চক্রান্ত চলছে, তাই আগামী ডিসেম্বর ভিতরে আগে জাতীয় নির্বাচন দিতে হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেজ আলী মামুন, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ,জেলা বিএনপির সহ-সভাপতি মিসেস লায়লা বেগম, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি শেখ মজিবুর রহমান ইকবালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এর আগে দুপুরের আগে থেকেই বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসা শুরু করে। মিছিলে মিছিলে সমাবেশ স্থল জনসমুদ্রে পরিণত হয়।
Leave a Reply