কিশোরগঞ্জের করিমগঞ্জে উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার,৫ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় এই পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসানুল জাহীদের সভাপতিত্বে এবং শামসুন্নাহার-ওসমান গণি শিক্ষা নিকেতন এর সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) আনোয়ার সাদাত বিদ্যুৎ এর সঞ্চালনায় অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শামীমা সুলতানা,করিমগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক -কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও কান্দাইল দারুস সালাম দাখিল মাদরাসা সুপার আবু বক্কর সিদ্দিক,করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক -কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও উরদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জামান আকন্দ,করিমগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম,করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিন মিল্কি, করিমগঞ্জ উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও গুজাদিয়া আব্দুল হেকিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ:হামিদ ফকির,ন্যামতপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল ইসলাম,ঝাউতলা আনোয়ারিয়া আলিম মাদরাসা অধ্যক্ষ আব্দুল ওয়াহাব,হাত্রাপাড়া দাখিল মাদরাসা সুপার জাহিদ উদ্দিন,জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদ মিয়া,কিশোরগঞ্জ জেলা স্কাউটসের সাবেক সাধারণ সম্পাদক ও করিমগঞ্জ ছোবহানিয়া কামিল মাদরাসা সহকারী শিক্ষক(শারীরিক শিক্ষা)আব্দুল আউয়াল মুন্না,চাতল সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছ উদ্দিন,ইচ্ছাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান প্রমুখ।
সবশেষে শীতকালীন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রী,প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
Leave a Reply