কিশোরগঞ্জের হোসেনপুরে আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগারের উদ্যোগে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন থেকে পাওয়া ১০৫ টি কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে।
শুক্রবার, ৩১ জানুয়ারি বিকালে উপজেলার কুড়িমারা গ্রামের অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
কুড়িমারা আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগারের সভাপতি ও ঢাকা ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মুহাম্মদ শফিউল্লাহ কারারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো: এহছানুল হক।
বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসাইন উজ্জ্বল, হোসনেপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো: আবুল হাসিম সবুজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলোকিত সামাজিক সংঘের সভাপতি মাসুদুর রহমান, আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগার সদস্য জুনায়েদ হোসেন, সাজ্জাদ হোসেন মাহতাব, মুখলেছুর রহমান, আবুল কালাম, বিল্লাল হোসেন, নাজমুল হক, রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান, মাজহারুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply