কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেন্সিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার দুইজনের মধ্যে মো. দ্বীন ইসলাম ওরফে বাবু (৩২) ভৈরব পৌর শহরের চন্ডিবেড় দক্ষিণপাড়া এলাকার আব্দুল মন্নাফ সরকারের ছেলে ও আমির হামজা ওরফে বাবু(৩৪) একই এলাকার, একই পিতার ছেলে। সম্পর্কে তারা আপন দুইভাই।
শুক্রবার, ৩১ জানুয়ারি রাত সাড়ে ৪টা থেকে ভোর সাড়ে ৬টা পর্যন্ত পরিচালিত মাদক বিরোধী এক অভিযানে ভৈরব পৌর শহরের চন্ডিবের এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেল ফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) জুয়েল চাকমা।
গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে ভৈরব থানায় মাদক আইনে মামলা হয়েছে।
Leave a Reply