1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০২:২৩ অপরাহ্ন

ত্রিশাল পৌরসভার পানি শাখার কর্মচারীদের ১৪ মাসের বেতন বকেয়া, মানবেতর জীবন যাপন

মো. মনির হোসেন,স্টাফ রিপোর্টার, ত্রিশাল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার পানি শাখার ৯ কর্মচারী ১৪মাস ধরে কোন বেতনভাতা পাচ্ছেন না। ফলে তাদের পরিবার নিয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন বলে জানিয়েছেন ভূক্তভোগিগণ। বর্তমানে পৌরসভায় কোন নির্বাচিত জনপ্রতিনিধি না থাকার কারণে বেতন বকেয়া দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ত্রিশাল পৌরসভা সূত্রে জানাগেছে, ১৯৯৮সালে প্রতিষ্ঠিত ত্রিশাল পৌরসভা বর্তমানে প্রথম শ্রেণির পৌরসভা। প্রথম শ্রেণির পৌরসভা হওয়ার কারণে এই শহরে এখনও নাগরিক সুবিধা বাড়েনি। পানি শাখায় ৫টি গভীর নলকূপ থাকলেও সচল আছে ২টি। ৩টি নলকূপ অচল থাকার কারণে গ্রাহকরা সঠিক সময়ে পানি পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। পানির সরবরাহ ব্যবস্থা খারাপ থাকার কারণে গ্রাহক সংখ্যা কমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন কর্মচারীরা। ৫শতাধিক গ্রাহক থাকলেও পাম্প বিকল থাকায় গ্রাহক সংখ্যা কমে বর্তমানে ৩শ গ্রাহক রয়েছে। তিনশ গ্রাহকের কাছ থেকে প্রতিমাসে আয় হয় ৭৫ হাজার টাকা। ৯জন কর্মকর্তা কর্মচারীর প্রতি মাসে বেতন প্রয়োজন প্রায় তিন লাখ টাকা। পৌরসভার ফান্ডে কোন টাকা না থাকায় এ বকেয়া বাড়তে শুরু করেছে।

পৌরসভার বিল শাখার ক্লার্ক আব্দুল্লাহ আল মামুন জানান, বিগত বছরগুলোতে নির্বাচিত জনপ্রতিনিধি থাকার সময় আমরা বকেয়া থাকলেও বেতন পেতাম। এখন একেবারে বন্ধ থাকায় আমরা পরিবার নিয়ে বিপাকে আছি এবং মানবেতর জীবন যাপন করছি।

এ বিষয়ে জানতে চাইলে পৌর নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল জানান আমি এখানে নতুন। বিষয়টি জেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং