1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে দশ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় একজন গ্রেফতার

ডেস্ক নিউজ।।
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণকচুরি গ্রামের বাসিন্দা প্রয়াত জয়কৃষ্ণ বর্মনের স্ত্রী গীতা রানী বর্মণ (৬৫)এর বাড়িতে আক্রমন করে লুটপাট ও চাঁদা দাবির মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার ইমতায়াজুল হক পায়েল(২৫), কিশোরগঞ্জ শহরের বয়লা এলাকার কামাল মিয়ার ছেলে ।

শুক্রবার, ১৭ জানুয়ারি রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেল ফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) জুয়েল চাকমা।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,  গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন বিকাল আনুমানিক ৩টার সময় কিশোরঞ্জ জেলার সদর থানাধীন রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়ার নেতৃত্বে ইমতায়াজুল হক পায়েলসহ আরো ১০/১৫ জন দুস্কৃতিকারী দেশীয়  অস্ত্রে শস্ত্রে সজ্জিত  হয়ে ব্রাহ্মণ কচুরী গ্রামের বাসিন্দা প্রয়াত জয়কৃষ্ণ বর্মনের স্ত্রী গীতা রানী বর্মণ (৬৫)এর বাড়িতে আক্রমন করে। অতঃপর তারা বাড়িঘর ভাংচুর করে ২০ লাখ টাকার ক্ষতি সাধন করতঃ বাড়ির আলমারী ও সুকেস ভাংচুর করে নগদ ১৫ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে বাড়িটি দখল করে নেয়।

এঘটনার পরবর্তীতে বাদি ও তার পরিবারের সদস্যরা গত বছরের ৬ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় নিজ বাড়িতে অবস্থান করে। তাদের অবস্থানের খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে দুস্কৃতিকারী বাদির বসত বাড়িতে অনধিকার প্রবেশ করে ১০  লাখ টাকা চাঁদা দাবি করে। বাদি তাদের দাবি করা চাঁদা দিতে অস্বীকার করায় সকল আসামিগণ উত্তেজিত হয়ে বাদিকে খুন জখম করার জন্য আক্রমন করে। সন্ত্রাসীরা হুমকি দেন চাঁদা না দিলে বাদিকে বাড়িতে থাকতে দিবেনা।

এ হামলার ঘটনায় গীতা রানী বর্মণ (৬৫) বাদি হয়ে কিশোরগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা রুজুর পর র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করে এবং মিজানকে গ্রেফতার করে।

গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং