কিশোরগঞ্জে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক আলোচনাসভা ও জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার, ৭জানুয়ারি দুপুরে জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ড.হালিম দাদ খানসহ বাপার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে এ কমিটির অনুমোদন দেয়।
আলোচনাসভা শেষে বাপা কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন বাপা কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট, বেন (BAN) এর বৈশ্বিক সমন্বয়ক, পেনসিলভিনিয়া, (ইউ এস এ) ইউনিভার্সিটির প্রফেসর ড.খালেকুজ্জামান।
নতুন কমিটিতে বাপা কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম জুয়েলকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় এবং তাকে অতি দ্রুত পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করার নির্দেশ দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
নতুন কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও, দেশ বাঁচাও- এই শ্লোগানে পরিবেশের ক্ষতিকর দিকগুলি উল্লেখ করে যে কোন প্রাকৃতিক দুর্যোগ ও অসহায়দের পাশে থেকে জনমত গড়ে তুলে ঐক্যবদ্ধ ভাবে বাপা’র আন্দোলনকে শক্তিশালী হিসেবে গড়ে তুলার অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply