কিশোরগঞ্জে চালের বাজারে পৃথক পৃথক অভিযান চালিয়ে নানা অনিয়মের অভিযোগে ৬ চাল ব্যাবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার, ৫ জানুয়ারি দুপুরে শহরের বড়বাজারের চালের বাজারে এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত।
এ সময় নানা অনিয়মের অভিযোগে ৬ চাল ব্যবসায়ীকে ১১ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়।
অনুমোদনের অতিরিক্ত চাল মজুত, অতিরিক্ত মূল্যে বিক্রিসহ বাজার কারসাজি রোধে এ অভিযান পরিচালিত হয় বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে।
জেলা প্রশাসনের এনডিসি রওশন কবির ও সহকারী কমিশনার মোছা. আজিজা বেগম পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় সিনিয়র কৃষি বিপনণ অফিসার আবু সালেহ মো. হাসান সারওয়ার ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক এনডিসি রওশন কবির জানানি, পবিত্র রমজান মাসে বাজারে দ্রব্যমূল্য সহনশীল রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply