1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন

ত্রিশাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অনাস্থা চেয়ে ইউপি সদস্যদের লিখিত আবেদন

মো. মনির হোসেন, স্টাফ রিপোর্টার, ত্রিশাল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা সদর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে দলীয় ক্ষমতার অপব্যবহার করে ভোট কারচুপির মাধ্যমে নির্বাচিত চেয়ারম্যান জাকিরের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্যগণ উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিতভাবে অনাস্থা প্রস্তাব দিয়েছেন।

লিখিত অনাস্থায় ত্রিশাল ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি সদস্য/সদস্যগণ উল্লেখ করেন,  ত্রিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসাইন বিগত  তিন বছর যাবৎ দায়িত্বভার গ্রহণ করার পর থেকে নৌকা প্রতিকে ভোট কারচুপি করে নির্বাচিত হয়ে দলীয় প্রভাব খাঁটিয়ে বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম করিয়া আসিতেছে।

ইউপি সদস্যদের অনাস্থা আবেদনের মাধ্যমে জানা,চেয়ারম্যান জাকির হোসাইন রেজুলেশন বিহীন ভূমি উন্নয়ন কর ১%, ইউনিয়ন পরিষদের ট্যাক্স আদায় ফি, ট্রেড লাইন্সেস ফি, ওয়ারিশান সনদের ফি, গ্রাম্য আদালত ফি, জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি, জন্ম ও মৃত্যু নিবন্ধনে অতিরিক্ত ফি আদায় করে অর্থ আত্মস্বাৎ করেন। ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিলের অর্থ জনসংখ্যা হারে বন্টন না করে একক ভাবে ইউপি সদস্য/সদস্যবৃন্দের মতামত না নিয়ে অনিয়ম করেন। সরকার ঘোষিত বিভিন্ন সামাজিক বেষ্টনী ও উন্নয়ন কর্মকাণ্ড অনিয়ম করে বর্তমান চেয়ারম্যান জাকির হোসাইন ইউনিয়ন পরিষদ পরিচালনা করে আসছেন। আমারা নিম্নস্বাক্ষরকারী ইউপি সদস্য/সদস্যবৃন্দ চেয়ারম্যান মহোদয়ের সাথে বার বার কথা বলেও কোন সুরাহা পাইনি। তিনি তার নিজের ইচ্ছামতো ও অনৈতিকভাবে ইউনিয়ন পরিষদের সরকারি অর্থ বিভিন্ন ভাবে আত্মসাৎ করিয়া আসছেন।

এখানে উল্লেখ্য যে, চেয়ারম্যান জাকির হোসাইন প্রায় ৫ মাস যাবৎ ইউনিয়ন পরিষদে অনুপস্থিত। চেয়ারম্যানের অনুপস্থিত থাকার কারণে ইউনিয়নের সাধারণ জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এমতাবস্থায় আমরা নিম্নস্বাক্ষরকারী সকল ইউপি সদস্য/সদস্যাগণ চেয়ারম্যানের সাথে কোন প্রকার ইউনিয়ন পরিষদের উন্নয়ন, জনস্বার্থ ও নাগরিক সেবা না দিতে একমত পোষণ করলাম।

অনাস্থা প্রস্তাবে ইউপি সদস্যগণ বিনীত নিবেদন করে বলেন, তদন্ত সাপেক্ষে অনাস্থা প্রস্তাব গ্রহণ করা হউক।

উল্লেখ্য যে,অনাস্থা প্রস্তাবে ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত ৮জন ইউপি সদস্য স্বাক্ষর করেন।

স্বাক্ষর করা ত্রিশাল ইউনিয়ন পরিষদের সদস্যরা হলেন, ১.মো. মাহবুবুল আলম পল্টন, সদস্য ৯নং ওয়ার্ড, ২. মো. আব্দুল খালেক, সদস্য ৮নং ওয়ার্ড, ৩. মো. জুবায়ের হোসেন,সদস্য ৭নং ওয়ার্ড,৪. মো. আলতাব হোসেন, সদস্য ৫নং ওয়ার্ড, ৫. আল-ইমরান, সদস্য ৪নং ওয়ার্ড, ৬.মো. জয়নাল আবেদীন, সদস্য ৩নং ওয়ার্ড, ৭.মোছা. আছমা খাতুন, সংরক্ষিত নারী সদস্য ৭,৮ ও ৯নং ওয়ার্ড, ৮. মোছাঃ হালিমা আক্তার, সংরক্ষিত নারী সদস্য, ৪,৫ ও ৬নং ওয়ার্ড।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং