ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কিশোর জিয়ারুল হত্যা, শিশু ধর্ষণ চেষ্টা ও দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার, ১৬ নভেম্বর গ্রেফতার আসামিদের আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি বিডিচ্যানেল ফোরকে নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান।
গ্রেফতার ৪ জনের মধ্যে কিশোর জিয়ারুল হক (১৫) হত্যায় দায়েরকৃত মামলার দুই নম্বর আসামি রাসেল মিয়া (৩২), দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আল-আমিন (৩৩), নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার ওয়ারেন্টভূক্ত আসামি আব্দুল আউয়াল (৪৫) ও তিন বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি জয় চন্দ্র দাস (২২)।
পুলিশ সুত্রে জানা যায়, এসআই কমল সরকারের নেতৃত্বে ময়মনসিংহের কোতোয়ালি থানার উত্তর দাপুনিয়া এলাকায় অভিযান চালিয়ে শনিবার ভোর রাতে কিশোর জিয়ারুল হত্যা মামলার দুই নম্বর আসামি রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার উচাখিলা ইউনিয়নের আলাদিয়ার আলগী গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে।
এসআই খন্দকার মাসুদ খালিদের নেতৃত্বে অভিযান চালিয়ে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি জয় চন্দ্র দাসকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার আঠারবাড়ি ইউনিয়ের উত্তর বনগাঁও গ্রামের শ্রী নেপাল চন্দ্র দাসের ছেলে।
এএসআই ফারুক আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে যৌতুক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আল আমিনকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার দক্ষিণ কাকনহাটি গ্রামের আবুল বাশারের ছেলে।
এসআই জাকির হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার আসামি আব্দুল আউয়ালকে গ্রেফতার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে। তিনি উপজেলার সোহাগি ইউনিয়নের বৃ-কাঠালিয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বিডিচ্যানেল ফোরকে বলেন, বিশেষ অভিযান চালিয়ে কিশোর হত্যা, শিশু ধর্ষণ চেষ্টা ও দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ চারজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply