কিশোরগঞ্জের হোসেনপুরে পানিতে ডুবে ইভা আক্তার নামের ১৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার, ৫ নভেম্বর সকালে উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়নের পূর্ব দ্বীপেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইভা আক্তার পূর্ব দ্বীপেশ্বর গ্রামের হিমেল মিয়ার মেয়ে।
জানা গেছে, মঙ্গলবার সকালে শিশু ইভা আক্তার খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়।
পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোসেনপুর উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন বিডিচ্যানেল ফোরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply