কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় ভূয়া মুক্তিযোদ্ধা আব্দুর রহিম মোল্লাসহ উপজেলার সকল ভূয়া মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার, ৫ নভেম্বর বেলা ১২ ঘটিকায় ইটনা উপজেলা পরিষদ সংলগ্ন মুক্তিযোদ্ধা সংসদের সামনের রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ইটনা উপজেলার সকল মুক্তিযোদ্ধা এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীসহ শত শত মানুষ অংশ গ্রহণ করেন। মানব বন্ধন শেষে লিখিত বক্তব্য পাঠ করেন, ইটনা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর।
এতে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও কলামিষ্ট বীর মুক্তিযোদ্ধা রওশন আলী রশো, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল মামুন প্রমূখ। মানববন্ধনে ভূয়া মুক্তিযোদ্ধা আব্দুর রহিম মোল্লার সনদ ও গেজেট বাতিলের জন্য মুক্তিযোদ্ধা উপদেষ্টার নিকট দাবি জানান বক্তারা।
Leave a Reply