কিশোরগঞ্জের ইংলিশ মিডিয়াম স্কুল ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুলের ছোট্ট শিক্ষার্থীদের অংশগ্রহণে কিডস ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ২ নভেম্বর শহরের নতুন স্টেডিয়ামে সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত ১২ ওভারের এই টুর্নামেন্টে গ্রীন ও রেড টিম অংশ নেয়। খেলায় গ্রীন টিম রেড টিমকে ১০ রানে পরাজিত করে। প্রথম ইনিংসে গ্রীন টিম ৪ উইকেট হারিয়ে ৭০ রান করে। দ্বিতীয় ইনিংসে রেড টিম গ্রীন টিমকে তাড়া করে ৮ উইকেট হারিয়ে ৬০ রান করে গুটিয়ে যায়। ফলে গ্রীন টিমের কাছে তারা ১০ রানে পরাজিত হয়।
টুর্নামেন্টে ম্যান অব দ্যা ম্যাচ হয় শিশির, সেরা ব্যাটসম্যান হয় আদিত্য, সেরা বোলার হয় শিশির আর সেরা ফিল্ডারের খেতাব অর্জন করে ওয়ালিদ।
খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন স্কুলের অধ্যক্ষ অসিম সরকার বাধন ।
Leave a Reply