‘ সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জে নানা আয়োজনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার, ২ নভেম্বর সকাল ১০ টায় জেলা সমবায় অফিসের আয়োজনে জেলা কালেক্টরেট অফিসে র্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং সেরা সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।
জেলা সমবায় অফিসার শাহানা হাসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারী অফিসের প্রধানগণসহ সমবায়ীগণ বক্তব্য রাখেন।
পরে জেলার শ্রেষ্ঠ সমবায়াদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply