1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন

কুলিয়ারচরে এসএসসি নির্বাচনী পরীক্ষার হলে পরীক্ষার্থীকে বহিরাগতদের মারধোর, পরীক্ষা স্থগিত

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর,  কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে এসএসসি নির্বাচনী পরীক্ষা হলের ভিতর প্রবেশ করে সিয়াম (১৭) নামে এক পরীক্ষার্থীকে মারধোর করেছে বহিরাগর শিক্ষার্থীরা। এ ঘটনায় পরীক্ষা স্থগিত করে দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার,২৭অক্টোবর দুপুর ১টার দিকে কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে রক্তাক্ত আহত পরীক্ষার্থী সিয়ামকে পরীক্ষা হল থেকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে তার পরিবারের সদস্যরা। সিয়াম পৌর এলাকার গাইলকাটা গ্রামের মো. পারভেজ মিয়ার ছেলে।

কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার দাস ও পিয়ন হোসনা বেগম জানান, দুপুর ১টার দিকে সিয়াম পরীক্ষা দিতে বিদ্যালয়ের ভিতর প্রবেশ করে। এসময় ৩-৪ জন বহিরাগত কলেজ পড়ুয়া শিক্ষার্থী সিয়ামকে এলোপাতারী মারধোর করে রক্তাক্ত জখম করে চলে যায়। রক্তাক্ত আহত অবস্থায় সিয়াম পরীক্ষা দিতে হলের ভিতর প্রবেশ করে। এর পর আরো ৮-১০ জন বহিরাগত যুবক পরীক্ষা হলের ভিতর প্রবেশ করে আবার সিয়ামসহ কয়েকজনকে মারধোর করে। বহিরাগতদের দৌড়াদৌড়ি দেখে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হক। পরে খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সহকারী প্রধান শিক্ষক আরো বলেন,গাইলকাটা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে লামিম সকলের সামনে বলেন, সিয়াম স্কুলের ভিতর প্রবেশ করার সময় তাকে না কি লাথি মেরেছে, তাই সিয়ামকে মারধোর করেছে। এঘটনার পর বিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত থাকায় পরীক্ষা স্থগিত করা হয়।

এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নিকট জানানোর জন্য রিং দিলে তিনি জানান কিশোরগঞ্জে একটি মিটিং-এ আছেন, পরে কথা বলবেন বলে জানান।

পরে বিষয়টি উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান সাহেবকে অবগত করি এবং নির্বাচনী পরীক্ষা স্থগিত করে দেই। বিষয়টি উভয়পক্ষকে ডেকে আনলে আগামীকাল (সোমবার) বসে বিষয়টি সমাধানের সিদ্ধান্ত গ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং